ক) প্রতি গ্রাম থেকে ৬০টি দরিদ্র পরিবার বাছাই করে গ্রাম উন্নয়ন সমিতি গঠন করা।
খ) দরিদ্র জনগোষ্ঠীকে সঞ্চয়মুখি করে তাদের পুঁজি গঠনের জন্য প্রতিটি দরিদ্র পরিবারকে তাদের নিজস্ব
মাসিক সঞ্চয়ের (২০০/-টাকা) বিপরীতে প্রকল্প থেকে মাসে ২০০/- টাকা উৎসাহ বোনাস হিসেবে বছরে ২৪০০/- টাকা অনুদান প্রদান করা যার মাধ্যমে পরিবার প্রতি বছরে সঞ্চয় হবে ৪,৮০০/- টাকা।
গ) সঞ্চয়/উৎসাহ বোনাসের অতিরিক্ত সমিতি প্রতি বছরে ১,৫০,০০০/- টাকা সুদবিহীন ঋণ তহবিল প্রদান করা।
ঘ) সমিতির সভাপতি/ম্যানেজার/সদস্যদের প্রয়োজনানুযায়ী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা।
ঙ) উঠান বৈঠকের মাধ্যমে তহবিল ব্যবহার করে নিজেদের প্রয়োজনানুসারে প্রকল্প গ্রহণ করে মৎস্য চাষ, পশু পালন, নার্সারী, সব্জিবাগান, হাঁস-মুরগী পালনসহ পেশাভিত্তিক জীবিকায়নের জন্য প্রতি বাড়িতে খামার গড়ে তোলা।
চ) এলাকার অনিবাসী ভূমি মালিকের অব্যবহৃত/পড়ে থাকা জমিজমা সমিতির আওতায় চাষাবাদ ও তা সংরক্ষণ করা।