রফিনগর ইউনিয়ন ইউআইএসসি দিরাই, সুনামগঞ্জ।
ডিজিটাল বাংলাদেশ গড়ার সার্থে আমারা আমাদের যা কিছু ধরকার সেটা আমরা করে যাব ।এবং আমরা তুলনামূলক ভাবে কম করছের মাধ্যমে জনগণকে সেবা দিয়ে যাব ।
আমাদের সেবা সমূহঃ-
১/ আমারা এখানে কম খরছে কম্পিটার শেখাই।
২/এখানে ইন্টারনেট শেখানো সহ ইন্টারনেটের মাধ্যমেঃ-
ক. ইন্টারনেট ব্রাউজ
খ.ইমেল,পাসপোর্ট ইত্যাদি
গ.ইন্টানেটের মাধ্যমে এস.এস.সি ,এইস.এস.সি ,জে.এস.সি সমাপনি পরিক্ষার রেজাল্ট সহ অন্যান্য দেখা হয়।
৩/আমাদের এখানে আর্জেন্ট ছবি তুলা হয়।
৪/লেমিটিং করা হয়।
৫/গান ডাউনলোড করা হয়।
৬/কম্পজ করা হয়।
৭/মোবাইল সাভিসিং করা হয় ।
৮/এছাড়াও অন্যান্য জিনিস পাওয়া যায়।
৯/তাছাড়া্ও বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়।
সরকারি সেবাসমূহ :
বিভিন্নসরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইনজন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্য:
কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি।জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ থেকে এ তথ্যসমূহ প্রদানকরা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইনভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেওনিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
বানিজ্যিক সেবা:
মোবাইলব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইলব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবিতোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ওট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করাপ্রভৃতি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS